৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ
আসছে ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ২০২৫। যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
শনিবার (২৬ জুলাই) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি।
তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, এশিয়া কাপ ২০২৫ আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আমরা রোমাঞ্চকর সব ম্যাচের প্রত্যাশায় আছি।”
এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল। আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাকি তিন দল—হংকং, ওমান এবং আয়োজক সংযুক্ত আরব আমিরাত—আসছে বাছাইপর্ব পেরিয়ে।
প্রথমে আসরটি ভারতে আয়োজনের পরিকল্পনা থাকলেও পাকিস্তান ও ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশের আপত্তির প্রেক্ষাপটে আয়োজক নিয়ে জটিলতা তৈরি হয়। দীর্ঘ আলোচনার পর এসিসির বৈঠকে সব সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতকে আয়োজক হিসেবে চূড়ান্ত করতে সম্মত হয়।
তবে এখনো পূর্ণাঙ্গ সূচি, ম্যাচের সময় ও নির্দিষ্ট ভেন্যু প্রকাশ করা হয়নি। এসিসি জানিয়েছে, তা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। সংযুক্ত আরব আমিরাতের একাধিক শহরে ম্যাচগুলো আয়োজন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চলছে জল্পনা। সর্বশেষ লিজেন্ডস টুর্নামেন্টেও এই দুই দলের ম্যাচ বাতিল হওয়ায় সংশয় বেড়েছে আরও। যদিও এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আশায় অপেক্ষা করছেন কোটি ভক্ত।
সবমিলিয়ে মাঠে বল গড়ানোর আগেই উত্তাপ ছড়াতে শুরু করেছে এশিয়া কাপ ২০২৫। এখন অপেক্ষা কেবল চূড়ান্ত সূচি ও প্রথম বল ছোড়ার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে