Views Bangladesh Logo

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

নূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে শিরোপা অভিযানের সূচনা করল বাংলাদেশ নারী দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দেয় স্বপ্না-সাগরিকারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিক দল। দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে চমৎকার গোলে দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। এরপর চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত গোল করেন মুনকি আক্তার। একের পর এক আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণভাগ এলোমেলো হয়ে পড়ে।

প্রথমার্ধে আরও একটি গোল করেন সাগরিকা। বিরতির আগে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর রূপ নেয় বাংলাদেশের আক্রমণভাগ। মুনকি, শিখা, সাগরিকা, রুপা ও শান্তি মার্দির গোলে স্কোরলাইন দাঁড়ায় ৯-১।

সাগরিকা করেন হ্যাটট্রিক, মুনকি পান জোড়া গোল। বাকি গোলগুলো করেন শিখা, রুপা, শান্তি ও স্বপ্না। শেষ মুহূর্তে একটি সান্ত্বনার গোল পায় শ্রীলঙ্কা।

তবে শ্রীলঙ্কার একমাত্র গোলেও খুশি ছিল তাদের ডাগআউট, যারা এর আগে ম্যাচে ৮ গোল হজম করেও সামান্য প্রাপ্তিতে তৃপ্ত। অন্যদিকে, বাংলাদেশের জন্য এটি ছিল আত্মবিশ্বাসে ভরপুর ও শিরোপা জয়ের অভিযানে দুর্দান্ত সূচনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ