Views Bangladesh Logo

ভারতকে ২৩৮ রানে অলআউট করল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পেসার আল ফাহাদের বিধ্বংসী বোলিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ২৩৮ রানে অলআউট হয়ে যায়। অসাধারণ এই পারফরম্যান্সে ফাহাদ শিকার করেন পাঁচটি উইকেট।

শনিবার (১৭ জানুয়ারি) কুইন্স স্পোর্টস ক্লাবে বৃষ্টির কারণে টস বিলম্বিত হয়। টস জিতে বাংলাদেশ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং শুরু থেকেই ভারতকে চাপে রাখে।

ইনিংসের তৃতীয় ওভারে আল ফাহাদ পরপর দুই বলে ভারতের অধিনায়ক আয়ুষ মাথে (৬) ও ভেদান্ত ত্রিবেদীকে (০) আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন। এরপর আজিজুল হাকিম তামিম ভিহান মালহোত্রাকে (৭) আউট করলে ভারতের স্কোর দাঁড়ায় ৫৩ রানে ৩ উইকেট।

চতুর্থ উইকেটে বৈভব সূর্যবংশী ও অভিগ্যান কুন্ডুর জুটিতে ভারত ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। ৬২ রানের এই জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। ইমনের বলে ফাহাদের হাতে ক্যাচ দিয়ে ৭২ রান করে আউট হন সূর্যবংশী। এরপর বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ থাকে এবং একটি ওভার কমে যায়।

খেলা পুনরায় শুরু হলে আবার আঘাত হানে বাংলাদেশ। একাধিকবার জীবন পাওয়া কুন্ডু শেষ পর্যন্ত ৮০ রানে ফাহাদের বলে আউট হন। ইনিংসের শেষদিকে দীপেশ দেবেন্দ্রনকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন ফাহাদ। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ভারত গুটিয়ে যায় ২৩৮ রানে। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২৩৯ রান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ