Views Bangladesh Logo

বুড়িগঙ্গা দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন (নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬)-এর নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অভিযানে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত পুরো এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরবর্তী অংশ রয়েছে। এসব জায়গা থেকে সব ধরনের অবৈধ স্থাপনা অপসারণ এবং নদী ভরাট উচ্ছেদ করা হবে।

বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা ও দখলদারিত্ব বেড়ে যাওয়ায় নদী ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। এতে নদীর পরিবেশ, নৌপথের নিরাপত্তা ও স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

প্রশাসন জানিয়েছে, নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হবে। তারা উচ্ছেদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ম্যাজিস্ট্রেট সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। এ সময় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ