রাজধানীতে দুটি বাসে আগুন
রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুটি বাসই ভিক্টর পরিবহনের বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে খবর পাওয়া যায় যে, মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘বাসে কীভাবে আগুন লেগেছে, তা আমরা এখনও নিশ্চিত নই। তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।’
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা জানান, ভোরে আচমকা বাসে আগুন ধরে গেলে আশপাশের মানুষ ছুটে আসে, পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ বলছে, ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ ও পেছনে কোনো নাশকতা আছে কি না তা তদন্ত করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে