Views Bangladesh Logo

ঝিনাইদহে মিলল মুক্তিযুদ্ধের সময়ের ২টি অবিস্ফোরিত গ্রেনেড

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাড়িয়ালা গ্রামের বাবু শিকদারের বাড়িতে ঘর নির্মাণের জন্য মাটি খননের সময় গ্রেনেড দুটি পাওয়া যায়। খননকাজের সময় নির্মাণ শ্রমিকরা মরিচা ধরা গ্রেনেড দুটি দেখতে পান।

স্থানীয়রা জানান, বাবু শিকদার তার বাড়িতে নতুন ঘর নির্মাণ করছিলেন। মাটি কাটার সময় শ্রমিকরা দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে গ্রেনেড দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন।

গ্রেনেড দুটি মুক্তিযুদ্ধের সময়ের উল্লেখ করে তিনি বলেন,মুক্তিযুদ্ধের সময় সদর উপজেলার বিষখালী ও গাড়িয়ালা এলাকায় ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে সময় যুদ্ধরত কোনো এক পক্ষ গ্রেনেডগুলো মাটির নিচে পুঁতে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ