শাবির দুই শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আজীবন বহিষ্কার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণের অভিযোগে জড়িত দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের তদন্তে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী তাদের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভুক্তভোগী ছাত্রী যেন পর্যাপ্ত নিরাপত্তা, শারীরিক ও মানসিক চিকিৎসাসেবা পান—এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এবং অন্যান্য শিক্ষার্থীদের যেন সাইবার বুলিংয়ের শিকার না হতে হয়, সেদিকেও নজর দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শান্ত ও স্বাগত তাদের মেসে ডেকে নিয়ে অচেতন করে ধর্ষণ করে এবং এ ঘটনার ভিডিও ও নগ্ন ছবি ধারণ করে। পরে ১৯ জুন ওই ছাত্রী লিখিত অভিযোগ করলে বিষয়টির প্রাথমিক সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর অভিযুক্তদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। মামলার প্রেক্ষিতে গত সোমবার আদালত তাদের চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে