পাবনায় ট্রাকচাপায় স্কুলছাত্রসহ নিহত ৩
পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় মালবাহী ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবু তোহা এবং ভ্যানচালক আকরাম হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলগামী শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান পুষ্পপাড়া এলাকা থেকে জালালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বাঁশবোঝাই একটি ট্রাক আসে। অন্য একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালক মারা যান।
দুর্ঘটনায় আহত সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেনসহ আরও একজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, “ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে