Views Bangladesh Logo

পাসপোর্ট করতে এসে চাঁদপুরে আটক ২ রোহিঙ্গা নারী

চাঁদপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। মঙ্গলবার দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক দুই নারী কক্সবাজারের কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বুধবার ভোরে পুলিশ পাহারায় তাদের ওই ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে সকালে নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ওই দুই নারী পাসপোর্ট তৈরির জন্য অফিসে আসেন। পরে তাদের ভুয়া এনআইডির বিষয়টি ধরা পড়ে। একপর্যায়ে তারা জালিয়াতির কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, সৌদি আরবে নিয়ে যাওয়ার কথা বলে এক ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই ব্যক্তির মাধ্যমেই তারা কাগজপত্র জোগাড় করেন, তবে তারা তাকে চেনেন না বলে দাবি করেছেন।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মাহবুবুর রহমান বলেন, পুলিশ ক্লিয়ারেন্স বন্ধ থাকায় আমরা এখন আরও সতর্ক। তবুও আতঙ্কের মধ্যে থাকতে হয়, কারণ ফাঁকফোকর দিয়ে রোহিঙ্গারা পাসপোর্ট নিয়ে যেতে পারে। আমরা যতটা সম্ভব সতর্ক থাকার চেষ্টা করছি।

চাঁদপুর মডেল থানার ওসি বলেন, যেহেতু আটক দুই নারী বৈধভাবে ওই ক্যাম্পে থাকেন, তাই তাদের থানার কর্মকর্তা ও ফোর্সসহ সেখানে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ