Views Bangladesh Logo

সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ এনসিপির দুই নেতার বিরুদ্ধে

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন চলাকালে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা, হুমকি ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে দলটির দুই নেতার বিরুদ্ধে। সোমবার বিকেলে পর্যটন মোটেলের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

গত শনিবার ঘোষিত এনসিপির ১১৪ সদস্যের রাজশাহী জেলা কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক করা হয়। ঘোষণার পর থেকেই তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে একদল নেতাকর্মী প্রতিবাদ করে আসছেন। এমন পরিস্থিতিতে আজ নবগঠিত কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য রাখার সময় হঠাৎ কক্ষে প্রবেশ করেন দুই এনসিপি নেতা। তারা সাংবাদিকদের লাইভ সম্প্রচার বন্ধ করতে বলেন এবং ক্যামেরা–যন্ত্রপাতি গুছিয়ে বের হতে নির্দেশ দেন। এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অপ্রত্যাশিত পরিস্থিতিতে কক্ষে হট্টগোল শুরু হয়। সাংবাদিকদের পক্ষে সাইফুল ইসলামের অনুসারীরা প্রতিবাদ জানালে উত্তেজিত নেতাকর্মীদের কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে মোটেলের বাইরে আরও কিছুক্ষণ উত্তেজনা চলে। নিরাপত্তার স্বার্থে সাংবাদিকরা সরে গেলে সাইফুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিরোধী পক্ষের নেতাকর্মীরা।

রাজশাহীর সাংবাদিকরা ঘটনার নিন্দা জানিয়ে জড়িত দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাইফুল ইসলাম জানান, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণকারী দুই নেতা হলেন—জাতীয় যুবশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব শোয়েব আহমেদ এবং মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে এবং ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ