Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

বিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১,১৭৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন এবং অন্যান্য জেলায় আরও ৩ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে ১,১১৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬,০০৯ জনে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৭৯,৭২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৩১৫ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১,০১,২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৫৭৫ জন মারা গিয়েছিলেন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ১,৭০৫ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩,২১,১৭৯ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ