Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম ৫১ জন, ঢাকা (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা উত্তর সিটি ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি ৫৫ জন, খুলনা (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৪ জন, ময়মনসিংহ (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, রাজশাহী (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, রংপুর (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন এবং সিলেট (সিটি কর্পোরেশনের বাইরে) ৬ জন।

গত একদিনে সারা দেশে ৪৮৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৬,২৩২ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৯৮,২৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে ডেঙ্গুতে ১,০১৪ জন মারা গিয়েছিলেন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১,০১১,২১৪ জন, আর ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫ জন এবং ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ