Views Bangladesh Logo

সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ফের দুই মরদেহ উদ্ধার

সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আবারও দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহ দুটি একজন নারী ও একটি ছেলে শিশুর হতে পারে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় ভেতরে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) হেলাল উদ্দিন জানান, মরদেহ দুটি পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, এর আগেও একই পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে সেখানে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া যায়। এরপর ১১ অক্টোবর রাতে একই স্থানে অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ ১৯ ডিসেম্বর ওই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ