Views Bangladesh Logo

দিপু দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

য়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১২ জনে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় আরও ১০ জনকে আটক করা হয়েছিল।

জেলার আদালত পরিদর্শক (ওসি) পীরজাদা শেখ মো. মোস্তাছিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সোমবার ভালুকা আমলি আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে উত্তেজিত জনতা দিপু চন্দ্র দাসকে মারধর করে এবং পরে আগুন ধরিয়ে হত্যা করে। পরদিন ১৯ ডিসেম্বর নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'কেউ অপরাধ করলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো—তা তদন্ত করে দেখা হচ্ছে।' তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নিহতের বাবা রবি চন্দ্র দাস ও বোন চম্পা দাস দাবি করেন, উৎপাদন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে দিপুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে হত্যা করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, দিপু ছিলেন শিক্ষিত ও ধর্ম সচেতন, এমন কাজ করার প্রশ্নই ওঠে না।

নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা এবং তিনি গত দুই বছর ধরে সংশ্লিষ্ট কারখানায় কর্মরত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ