Views Bangladesh Logo

মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫। এরপর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও ভূকম্পন অনুভূত হয়- এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন এলাকা।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, প্রথম ভূমিকম্পের উপকেন্দ্রের অবস্থান ছিল ২৪.৮৩০ ও ৯২.১৮০ অক্ষাংশ–দ্রাঘিমায় এবং গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয়টির উপকেন্দ্র অবস্থান করে ২৪.৭৯০ ও ৯২.২১০ অক্ষাংশ–দ্রাঘিমায় এবং গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প ঘটে, যার উপকেন্দ্র ছিল উত্তর মান্দালয়ের প্রায় ৬ কিলোমিটার দূরে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ