Views Bangladesh Logo

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

গুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পেছনে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের পাকুরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাথর বোঝাই ট্রাকের চালক ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে মিনহাজ উদ্দিন (৩৫) এবং একই এলাকার আব্দুর রশিদ। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার পরে পাথর বোঝাই ট্রাকের হেলপার আব্দুর রশিদকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহীনুর রহমান বলেন, দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পিছনে পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ