কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলি করে ও কুপিয়ে ২ জনকে হত্যা
কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলীয়ারা গ্রামের দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার আবার সংঘর্ষে জড়িয়ে পড়লে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। এ সময় আরও ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান শুক্রবার বিকেল ৩টার দিকে বলেন, নিহত দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, দুই গ্রুপের বিরোধ দীর্ঘদিনের। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও এই দুই গ্রুপের বিরোধের জেরে গত বছর বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের ইউপি সদস্য মো. আলাউদ্দিন (৫৫) নিহত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে