Views Bangladesh Logo

কক্সবাজারে মোটরসাইকেল - কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

ক্সবাজারের টেকনাফে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের বড়খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-টেকনাফের কাটাবোনিয়ার সাইফুল ইসলাম (৩০) এবং কক্সবাজারের সমিতি পাড়ার আব্দুর রউফ (২২)। আহত হাসান (২২) মহেশখালীর বাসিন্দা। তাকে গুরুতর অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, তিনজন মোটরসাইকেলযোগে কাটাবোনিয়া থেকে শাহপরীর দ্বীপ যাচ্ছিলেন। পথে বড়খাল ব্রিজের কাছে শাহপরীর দ্বীপগামী প্রিমিয়ার সিমেন্টের কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইনজামামুল হক বলেন, 'গুরুতর আহত যুবক হাসানকে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

টেকনাফ মডেল থানার এসআই কামাল হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ