মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর কুয়াশার কারণে নদীতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নৌযান চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় হরিনা এলাকায় ‘জাকির সম্রাট-৩’ ও ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে নিহতদের নাম ও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে