বনানীতে সড়কের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
ঢাকার বনানীতে সেতু ভবনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে একটি প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন রিন্টু (৪০) ও শওকত হোসেন কানন (৪১)।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার গণমাধ্যমকে জানান, শনিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে বনানী থেকে মহাখালী উড়ালসড়কের দিকে যাচ্ছিল একটি টয়োটা করোলা। সেতু ভবনের কাছে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায় এবং পরে আগুন ধরে যায়।
ওসি আরও জানান, আহতদের পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রিন্টু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কানন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান।
বনানী থানার এসআই সিদ্দিক হোসেন জানান, দুর্ঘটনার সময় গাড়িটিতে হাসনাত নামে আরেকজন ছিলেন বলে জানা গেছে। ‘তিনি কোনো হাসপাতালে ভর্তি হয়েছেন কি না তা খোঁজ নেয়া হচ্ছে। তিনজনের মধ্যে একজন গাড়ি চালাচ্ছিলেন, তবে কে চালাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি,’ বলেন এসআই সিদ্দিক।
তিনি জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, রাত ২টা ৩০ মিনিটের দিকে তারা খবর পান। পরে দুটি ইউনিট গিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভানোর পর গাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি বলেও জানান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে