Views Bangladesh Logo

মতিঝিলে দুই সাংবাদিকের ওপর হামলা

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিকরা হলেন ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক রেদওয়ানুল হক এবং দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস।

রেদওয়ানুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, রাত ৮টার দিকে তারা দু’জন বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি ভবনের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। সে সময় আলম নামের এক ব্যক্তি তাদের সেখান থেকে চলে যেতে বলেন। কারণ জানতে চাইলে তিনি তাদের ওপর চড়াও হন। কিছুক্ষণ পর তার সঙ্গে আরও প্রায় ১০ জন যোগ দিয়ে লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এই ঘটনার বিষয়ে মতিঝিল থানায় অবহিত করা হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ