Views Bangladesh Logo

সাবেক ২ এমপিসহ ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলীসহ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সাবেক ২ সংসদ সদস্যসহ আওয়ামী লীগের মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। নির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা অভিযানের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

তবে ঠিক কোন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ