Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদ্রাসায় দুই ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) এবং একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)। তারা দুজনেই ডুবার মোড়ের শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিলেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়ে ছিল। এর মধ্যে তানিয়া ও জামিলা গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং বমি শুরু করে। পরে মাদরাসা কর্তৃপক্ষ দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে জামিলাকে মৃত ঘোষণা করেন। তানিয়া চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যায়।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে দুই ছাত্রীকে হাসপাতালে আনা হয়। জামিলা হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল এবং তানিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার পায়ে দাগ ছিল এবং জামিলার শরীর হলুদাভ ছিল। ধারণা করা হচ্ছে, বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, “আমাদের মাদরাসায় শুক্রবার রাতে সব ছাত্রী স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়। কিন্তু ভোরে হঠাৎ দুজন অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষাক্ত প্রাণীর কামড়ে মারা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ