Views Bangladesh Logo

এনআইডি তথ্য বিক্রির অভিযোগে ইসির ২ কর্মকর্তা গ্রেপ্তার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সংবেদনশীল তথ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে গজারিয়া উপজেলার নির্বাচন অফিসের দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগ রয়েছে।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ডিআইজি মো. আবুল বাশার তালুকদার বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের সহকারী ও কম্পিউটার অপারেটর মো. হাবীবুল্লাহ (৪১) এবং ডাটা এন্ট্রি অপারেটর (আউটসোর্সিং) মো. আলামিন (৩৯)।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মো. আলামিনের কাছে নির্বাচন কমিশনের গোপন আইডি ও পাসওয়ার্ড ছিল, যার মাধ্যমে দেশের নাগরিকদের এনআইডি তথ্য যাচাই করা সম্ভব হতো। তিনি মো. হাবীবুল্লাহকে এসব তথ্য সরবরাহ করতেন এবং প্রতি সপ্তাহে ৪–৫ হাজার টাকা উৎকোচ নিতেন।

হাবীবুল্লাহ ওই তথ্য ব্যবহার করে বিভিন্ন নাগরিকের এনআইডি সংক্রান্ত সাংবেদনশীল তথ্য ২০০–৩০০ টাকায় বিক্রি করতেন। মাত্র ৩০ দিনে ৩ লাখ ৬৫ হাজার ৬০৮টি এনআইডি তথ্য বিক্রি করা হয়েছে। প্রতিটি তথ্য ৩০০ টাকা হিসেবে হিসাব করলে অবৈধভাবে প্রায় ১১ কোটি টাকা আয় হয়েছে।

ডিআইজি আবুল বাশার বলেন, হাবীবুল্লাহ এ অর্থ ব্যবহার করে ঢাকায় নিজস্ব ফ্ল্যাটসহ বিলাসবহুল জীবনযাপন করতেন। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশনের সার্ভারে প্রবেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিক্রি করতেন।

গ্রেপ্তারের সময় দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিআইজি আরও জানান, যদি চক্রে আরও কেউ জড়িত থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ