জামালপুর ও মানিকগঞ্জে শিশু 'ধর্ষণ': শিক্ষক পলাতক, মুয়াজ্জিন গ্রেপ্তার
জামালপুর ও মানিকগঞ্জে দুই পৃথক ঘটনায় শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জামালপুরের ইসলামপুরে ১০ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উল বাশার (৪০) পলাতক রয়েছেন। একই সময়ে মানিকগঞ্জের ঘিওরে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিন ইমাম হোসেন (৬৫)কে পুলিশ গ্রেপ্তার করেছে।
জামালপুরে পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, শিক্ষক শামীম উল বাশার গত মঙ্গলবার সকালে শিশুটিকে বই ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যান। এরপর তাকে নিজের বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে গিয়ে প্রথমে তার মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়।
ইসলামপুর থানার ওসি আ. স. ম. আতিকুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ২২ ধারায় জবানবন্দি নেয়ার জন্য আদালতে তোলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানিকগঞ্জের ঘটনায় জানা গেছে, ইমাম হোসেন মঙ্গলবার দুপুরে শিশুটিকে চকলেট দিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানালে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনুর ইসলাম জানান, শিশুর মা থানায় মামলা করলে বুধবার আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে