Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উথলী গ্রামে ব্রিজ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৬৫) ও মো. হামজা (৪৫)। তারা স্থানীয় বড় মসজিদপাড়ার মৃত ক্ষুদে মণ্ডলের ছেলে। ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে গেলে ওঁত পেতে থাকা ৮-১০ জন দুর্বৃত্ত দুই ভাইয়ের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থলেই হামজার মৃত্যু হয়। পরে আনোয়ারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সকাল ১০টার দিকে তিনিও মারা যান।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজামুদ্দিন খোকা নামে এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলছিল। নিহতদের ভাই তোতা মিয়া জানান, গরু কেনাবেচা নিয়ে বিরোধের জেরে আগে থেকেই হুমকি দিচ্ছিল খোকা ও তার সহযোগীরা। সম্প্রতি হামজা ওপর হামলার ঘটনায় একটি মামলা চলমান রয়েছে। এবার সেই শত্রুতার জেরেই দুই ভাইকে হত্যা করা হয়েছে।

নিহত আনোয়ারের স্ত্রী আকলিমা খাতুন অভিযোগ করে বলেন, হত্যার পর খোকা ও তার দুই ছেলে দা হাতে বাড়ির সামনে এসে প্রকাশ্যে স্বীকার করেছে-দুই ভাইকে মেরে রেখেছি, লাশ নিয়ে যা।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, দুই ভাইয়ের শরীরজুড়ে ধারালো অস্ত্র ও আঘাতের চিহ্ন ছিল।

জীবননগর থানার ওসি মানুন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারীরা পালিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় উথলী গ্রামে নেমে এসেছে শোক ও আতঙ্ক। প্রকাশ্যে সংঘটিত হত্যাকাণ্ডে স্থানীয়রা দ্রুত বিচার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
           

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ