Views Bangladesh Logo

দুই বাংলাদেশি আম্পায়ার থাকছেন টি–টুয়েন্টি বিশ্বকাপে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলছে না। তবে টুর্নামেন্টে থাকছেন দুইজন বাংলাদেশি আম্পায়ার। আইসিসি প্রকাশিত ম্যাচ অফিশিয়ালদের তালিকায় আছেন এলিট প্যানেলের শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেল।

শরফুদ্দৌল্লা ইতিমধ্যেই বিশ্বকাপ অভিজ্ঞতাসম্পন্ন। ৩২টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৭৫টি টি–টুয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া একমাত্র বাংলাদেশি আম্পায়ার তিনি।

গাজী সোহেল এর আগে মেয়েদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। এবারই প্রথম তিনি ছেলেদের বিশ্বকাপে আম্পায়ারিং করবেন। তিনি ৪টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ৫৯টি টি–টুয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন।

এদিকে নিরাপত্তা কারণে বাংলাদেশ দল ভারতে যাওয়া হয়নি। তবে শরফুদ্দৌল্লা ইতিমধ্যেই ভারত–নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করেছেন।

এবারের বিশ্বকাপে মোট ৬ জন ম্যাচ রেফারি ও ২৪ জন আম্পায়ার দায়িত্ব পালন করবেন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি। নেদারল্যান্ডস ও পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে আসরটি।

ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন- ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ।

আম্পায়ার হিসেবে রয়েছেন- রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েইন নাইটস, ডনোভান কচ, জয়ারামন মাদানগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, কে এন এ পদ্মনাভান, আল্লাহউদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রবীন্দ্র উইমালাসিরি ও আসিফ ইয়াকুব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ