Views Bangladesh Logo

নেপালের হিমলুং হিমাল অভিযানে যাচ্ছেন দুই বাংলাদেশি পর্বতারোহী

 VB  Desk

ভিবি ডেস্ক

নেপালের হিমলুং হিমাল পর্বত জয়ের অভিযানে যাচ্ছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ পর্বতারোহী—ডা. শাহ্ আলম সিদ্দিকী (লালন সিদ্দিকী) এবং ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আহামেদ। তারা দুজনই ‘গ্রুপ ডি ম্যাডোভেঞ্চারার্স (জিডিএম)’ ক্লাবের সদস্য। আগামী ১০ অক্টোবর তারা কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করবেন।

৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল নেপালের মানাসলু অঞ্চলের অন্নপূর্ণা রেঞ্জের উত্তর-পূর্বে অবস্থিত একটি দুর্গম পর্বত। ১৯৯২ সালে জাপানের একটি পর্বতারোহী দল প্রথম এর চূড়ায় পা রাখে। শীতল আবহাওয়া, খাড়া বরফঢাকা ঢাল ও অনিশ্চিত আবহাওয়ার কারণে এ শৃঙ্গটি পর্বতারোহীদের জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং হিসেবে পরিচিত।

ডা. লালন সিদ্দিকী একজন চিকিৎসক ও ম্যারাথন দৌড়বিদ। তিনি এর আগে সফলভাবে মেরা পিক (৬,৪৬১ মিটার) আরোহণ করেছেন এবং এভারেস্ট বেইস ক্যাম্প ট্রেক সম্পন্ন করেছেন। অন্যদিকে, ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আহামেদ ২০২১ সাল থেকে হিমালয়ে অভিযাত্রা শুরু করেন এবং তিনিও সফলভাবে মেরা পিক জয় করেন।

এই অভিযানে তাদের কারিগরি ও লজিস্টিক সহায়তা দেবে নেপালের বিশ্বস্ত পর্বতারোহণ সংস্থা ‘৮কে এক্সপেডিশনস’, যারা বিশ্বের বিভিন্ন দেশের পর্বতারোহীদের পেশাদার সেবা প্রদান করে থাকে।

ডা. লালন সিদ্দিকী বলেন, হিমলুং হিমাল আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। মানসিক ও শারীরিক প্রস্তুতি আমরা নিয়েছি। আশা করছি, বাংলাদেশের পতাকা সেখানে উড়াতে পারব।

এই অভিযান সফল হলে, হিমলুং হিমালের চূড়ায় পৌঁছানো বাংলাদেশি পর্বতারোহীদের তালিকায় যোগ হবে তাদের নাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ