ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেপ্তার
ভারতের ইন্দোরে বিশ্বকাপে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে রেডিসন হোটেলের বাইরে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, ওই দুই ক্রিকেটার হাঁটতে হাঁটতে কাছের একটি ক্যাফেতে যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তাদের গায়ে বাজেভাবে হাত দেয় এবং অশালীন অঙ্গভঙ্গি করে পালিয়ে যায়। অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যেই আকিল নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
ইন্দোরের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ কমিশনার রাজেশ দানডোটিয়া বলেন, ‘অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তাদের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছিল। আমরা দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আগেও কয়েকটি অভিযোগ ছিল।’
ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, বিষয়টি স্থানীয় পুলিশ ও নিরাপত্তা দলের মাধ্যমে সমাধান করা হচ্ছে। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ঘটনাটিতে গভীর দুঃখ প্রকাশ করেছে এবং শ্লীলতাহানির শিকার দুই ক্রিকেটারের প্রতি সমবেদনা জানিয়েছে।
অস্ট্রেলিয়া নারী দল বর্তমানে বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলছে। তারা এখন পর্যন্ত সব ম্যাচে জয় পেয়েছে এবং ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ ইন্দোরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে দলটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে