ফটিকছড়িতে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে কিশোর মো. রিহান উদ্দিন মাহিনকে (১৫) পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শুক্রবার (২২ আগস্ট) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাতজনকে আসামি করে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা খাদিজা বেগম।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—নোমান (২২) ও আজাদ (২৩)। তারা দুজনেই কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। অন্য আসামিরা হলেন নাজিম উদ্দিন, তৈয়ব ও মহিউদ্দিন।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে চেইঙ্গার ব্রিজ এলাকায় মাহিনসহ তিন কিশোর অবস্থান করছিল। এ সময় কয়েকজন যুবক চোর সন্দেহে তাদের ধাওয়া করে। প্রাণভয়ে তিন কিশোর একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের নিচে নামিয়ে এনে ব্রিজের ওপর রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তারা কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নিহত মাহিন ওই এলাকার মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে ওই কিশোরদের পেটানো হয়। গ্রেপ্তার দুজনকে শনিবার (২৩ আগস্ট) সকালে আদালতে পাঠানো হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে