Views Bangladesh Logo

কানাডিয়ান পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

 VB  Desk

ভিবি ডেস্ক

কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক উত্তর আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা এক চিঠিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিকে সতর্ক করে ট্রাম্প বলেন, কানাডার পক্ষ থেকে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়া হলে আরও শুল্ক বৃদ্ধির মাধ্যমে তার জবাব দেয়া হবে।

যদিও সম্প্রতি দুই নেতার মধ্যে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। গত মে মাসে হোয়াইট হাউসে এবং কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে তারা সাক্ষাৎ করেন। তারপরও ট্রাম্পের এই পদক্ষেপ আবারও উভয় দেশের সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলল।

ট্রাম্পের এই সিদ্ধান্ত বৃহত্তর রক্ষণশীল অর্থনৈতিক নীতির অংশ। একই বিবৃতিতে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্যিক অংশীদার দেশগুলোর কাছ থেকে আমদানিকৃত পণ্যের ওপরও ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যতে শুল্ক বৃদ্ধির ব্যাপারে সতর্ক করতে গত এক সপ্তাহে ২০টির বেশি দেশের নেতাদের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছেন তিনি।

বুধবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘প্রতিটি দেশকে চিঠি পাঠানোর প্রয়োজন নেই। তারা সবাই ১৫ থেকে ২০ শতাংশ শুল্কের মুখোমুখি হবে। এটাই আমাদের বর্তমান নীতি।’

আগামী ২১ জুলাইয়ের মধ্যে একটি নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মকর্তারা। তবে তার আগে ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দুই দেশের মধ্যে চলমান আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ