Views Bangladesh Logo

আমাদের দেশে বড়লোক তারা, যারা ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দেয় না: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশে যারা ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দেন না বা নিয়মিত গ্যাস–বিদ্যুৎ বিল পরিশোধ করেন না, তারাই প্রকৃত অর্থে ‘বড়লোক’। তবে তার বক্তব্যকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, টাকা পাচার ও সম্পদ গড়ার প্রতিযোগিতায় শুধু ব্যবসায়ী নয়, সরকারি আমলারাও জড়িত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর বিডা ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক কর্মসূচিতে প্রায় ৫০ জন শীর্ষ ব্যবসায়ীর সামনে এই মন্তব্য করেন উপদেষ্টা ফাওজুল কবির খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিডা ও বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

উপদেষ্টা বলেন, দেশের বেসরকারি খাত স্বজনতোষী পুঁজিবাদ বা ক্রোনি ক্যাপিটালিজমের মধ্য দিয়ে বিকশিত হয়েছে। তিনি বলেন, 'আমাদের দেশে বড়লোক কারা? যারা ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দেয় না। সম্পদশালী কারা? যারা গ্যাস–বিদ্যুৎ বিল দেয় না।' তবে এ পরিস্থিতির জন্য তিনি ব্যবসায়ীদের এককভাবে দায়ী করতে রাজি নন। তিনি বলেন, 'আমি বেসরকারি খাতকে দোষ দেব না—সিস্টেমই এমন ছিল।'

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা উৎপাদন ও নতুনত্বের মাধ্যমে সম্পদ সৃষ্টি করেন এবং সরকার বেসরকারি খাতের জন্য আরও পরিবেশ তৈরির চেষ্টা করছে।

উপদেষ্টা বক্তব্য শেষ করে জরুরি বৈঠকে যোগ দিতে অনুষ্ঠানস্থল ত্যাগ করলে উপস্থিত ব্যবসায়ীরা প্রতিক্রিয়া জানান। অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, 'উপদেষ্টা থাকলে ভালো হতো। বাংলাদেশে কেবল ব্যবসায়ীরাই বড়লোক হয়েছেন এমন নয়—অনেক আমলাও হয়েছেন। টাকা পাচারও আমলারা বেশি করেছেন। ব্যবসায়ীদের এ দায় নিতে হবে কেন?'

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের উদ্দেশে তিনি আরও বলেন, 'যারা টাকা চুরি, গ্যাস চুরি, বিদ্যুৎ চুরি করে—তাদের ধরুন। তাদের দায় আমরা নিতে চাই না।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ