ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট
বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে কয়েক ঘণ্টা চরম দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রাকটি সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় হঠাৎ বিকল হয়ে যায়। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের একপাশে সীমিত আকারে যান চলাচল করতে থাকে। এর মধ্যে সড়কের অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে গাড়ির গতি আরও শ্লথ হয়ে যায় এবং ভোরের দিকে যান চলাচল প্রায় থমকে দাঁড়ায়।
হাইওয়ে পুলিশ সকাল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বিকল ট্রাকের পাশ দিয়ে মাটি ফেলে বিকল্প পথ তৈরির চেষ্টা করে। তবে সেই পথে চলাচলের সময় একাধিক যানবাহন আটকে পড়ে। পরে সেগুলোকে রেকার দিয়ে সরিয়ে নেয়া হয়। সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক করতে অভিযানে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা।
বিকল ট্রাকটি সকাল সোয়া ৯টায় সরিয়ে নেয়া সম্ভব হলেও বায়ারতলা, বিশ্বরোড, কুট্টাপাড়া হয়ে শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। দুপুর পর্যন্ত ধীরগতির যান চলাচল ও ক্ষতিগ্রস্ত সড়কের কারণে স্বাভাবিক গতি এখনো ফিরে আসেনি।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিশ্বরোড মোড়ের গর্তগুলো দ্রুত ভরাট করে রাস্তার পাশ সমান করা গেলে এ ধরনের যানজট অনেকাংশে কমে যাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে যান চলাচল সচল রাখা যায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে