তিন দিন পর খুলল বাকৃবির কোষাধ্যক্ষের কার্যালয়
টানা তিন দিনের উত্তাল ছাত্র আন্দোলনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দেয়ার মধ্য দিয়ে অচলাবস্থা নিরসনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়।
এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসন শিক্ষার্থীদের হল খালি করার নির্দেশ প্রত্যাহার করে নেয় এবং জানায়, আগামী সাত দিনের মধ্যে নির্ধারিত সিন্ডিকেট সভায় স্থিতিশীলতা ফেরাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
আন্দোলনের মুখপাত্র এএইচএম হিমেল বলেন, আজকের সিন্ডিকেট সভায় আমরা আশা করছি আমাদের প্রধান দাবিগুলো আলোচনায় আসবে—যেমন পৃথক ডিগ্রি প্রদান, বহিরাগত উসকানিদাতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হয়রানি থেকে সুরক্ষা। তবে এসব দাবি মানা না হলে আমরা আবারও আন্দোলনে ফিরতে বাধ্য হবো।
আন্দোলন সাময়িকভাবে স্থগিত হওয়ায় দুই দিন অচলাবস্থার পর বুধবার সকাল থেকেই প্রশাসনিক কার্যক্রম সচল হয়। সকাল ১০টা ১৫ মিনিটে উপাচার্য নিজ কার্যালয়ে ফেরেন এবং বিভিন্ন বিভাগে নিয়মিত কাজ শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, সিন্ডিকেট সভার আগে শিক্ষার্থীদের সঙ্গে আবারও আলোচনা হবে। আমরা চাই তাদের দাবিগুলো স্পষ্টভাবে বুঝতে, যাতে সিন্ডিকেট যথাযথ সিদ্ধান্ত নিতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে