Views Bangladesh Logo

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

রগুনার পাথরঘাটা উপকূলের কাছে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। এ ঘটনায় উদ্ধার হওয়া জেলেদের অপর একটি ট্রলারের মাধ্যমে উপকূলে আনা হয়েছে।

এ ব্যাপারে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল ট্রলারে করে ১২ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে জাল ফেলে জেলেরা ট্রলারে ঘুমিয়ে পড়েন।

তিনি আরও বলেন, এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে জেলেরা সাগরে ঝাঁপ দেন। পরে কাছাকাছি থাকা একটি ট্রলার ৯ জনকে উদ্ধার করে। তবে এখনও তিন জেলে নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ