Views Bangladesh Logo

কর্ণফুলীর মোহনায় ট্রলারডুবি: দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫

ঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে কর্ণফুলী নদীর মোহনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে একটি মাছ ধরার ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ হয়। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার সন্ধ্যায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাকি জেলেদের উদ্ধারে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড।

গত বৃহস্পতিবার ট্রলারটি গভীর সমুদ্রে আরেকটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে গেলেও ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার সকালে।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দীন।

ওসি জানান, ট্রলারটিতে মোট ১৯ জেলে ছিলেন। দুর্ঘটনার পর শুক্রবার ১১ জনকে আরেকটি মাছ ধরার ট্রলার জীবিত উদ্ধার করে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ