জি এম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।
আদালতের নির্দেশে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ ঢাকাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দুদকের ডেপুটি ডাইরেক্টর আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন, সাবেক বিরোধী দলীয় নেতা জি এম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দলের মনোনয়ন বাণিজ্য এবং ঘুষ-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে যে তারা এসব অবৈধ সম্পদ বিদেশে পাচার করছেন।
দুদকের উপপরিচালক রেজাউল করিম আদালতে আবেদন করলে, অনুসন্ধানের স্বার্থে আদালত তা মঞ্জুর করেন। আদেশে বলা হয়েছে, অভিযুক্তরা দেশ ত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিদেশ গমন নিষেধাজ্ঞা অপরিহার্য।
এর আগে, তাদের উভয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে