ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের আজকের কর্মসূচিকে ঘিরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে উভয়মুখী লেনে গণপরিবহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চলাচল সীমিত থাকায় পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশ বা ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।
মুন্সিগঞ্জের পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা-সংলগ্ন খানবাড়ি এলাকা, সিরাজদিখানের নিমতলা ও শ্রীনগরের ছনবাড়ীসহ এক্সপ্রেসওয়ের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কড়া নজরদারি চলছে।
যাত্রীরা জানান, এক্সপ্রেসওয়ে ফাঁকা পড়ে আছে, কোথাও কোনো গাড়ি নেই। গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কায় আছেন তারা।
মাওয়া ঘাটগামী পরিবহন চালক মিজান হোসেন বলেন, ‘যাত্রীও কম, গাড়িও কম। পুলিশ চেকপোস্টে গাড়ি থামাচ্ছে। যাত্রীরা আতঙ্কে বের হচ্ছে না।’
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ‘ধলেশ্বরী টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। দোলাইরপাড় থেকে পদ্মা সেতুর টোল প্লাজা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও সবকিছু স্বাভাবিক রয়েছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে