Views Bangladesh Logo

ময়মনসিংহ ট্রেনে আগুন: সাহসী তিন আরএনবি সদস্য রক্ষা করলেন বড় বিপর্যয় থেকে

য়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়ানো একটি লোকাল ট্রেনে দুর্বৃত্তরা বুধবার ভোর ৪টার দিকে আগুন ধরানোর চেষ্টা করে। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন, বগির কয়েকটি সিটে আগুন জ্বলছে। কোনো সরঞ্জাম না থাকা সত্ত্বেও তারা নিজেদের জ্যাকেট খুলে ওয়াশপিটের নিচে জমে থাকা পানিতে ভিজিয়ে তা দিয়ে আগুন নেভান।

এই সাহসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন হাবিলদার মাসুদ রানা, সিপাহি আসাদুজ্জামান এবং নায়েক ঈসমাইল। তাদের দ্রুত সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে ট্রেন রক্ষা পেয়েছে।

আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে। আরও উদ্বেগজনক বিষয়, অন্যান্য সিটে গানপাউডার জাতীয় মিশ্রণ রাখা ছিল, যা আগুন দ্রুত ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।

স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, আরএনবির তাৎক্ষণিক পদক্ষেপে দুর্বৃত্তদের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। প্ল্যাটফর্মের বাইরের ওয়াশপিটে থাকা কোচগুলো ধোয়া-মোছার জন্য রাখা ছিল। রাতে দুর্বৃত্তরা অপকৌশলে পেট্রল এবং গানপাউডারের সাহায্যে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের ধরতে অভিযান চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ