Views Bangladesh Logo

৮ ঘণ্টা পর ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট রুটে ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট রুটে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুপুর ১২টার দিকে ভৈরব স্টেশন থেকে চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, লাইনে দায়িত্বপ্রাপ্ত লাইনম্যানের অবহেলার কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কামরুজ্জামান মঙ্গলবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

ভৈরব রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেন।

ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছে ৪০ মিনিট যাত্রাবিরতির পর ভোর ৩টা ২০ মিনিটে আবার যাত্রা শুরু করে। স্টেশন সংলগ্ন একটি সিগন্যাল পয়েন্ট অতিক্রমের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন থেকে চতুর্থ বগির সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর ঢাকা ও পূর্বাঞ্চলের মধ্যে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ভৈরব স্টেশনে পর্যটন এক্সপ্রেস ও এগারো সিন্ধুর এক্সপ্রেস আটকা পড়ে। পাশাপাশি কুলিয়ারচর, দৌলতকান্দি, খানা বাজার ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আরও কয়েকটি ট্রেন আটকে পড়ে।

ডিআরএম কামরুজ্জামান জানান, সকাল ৮টা থেকে আখাউড়া থেকে পাঠানো একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। বর্তমানে একক লাইনে (সিঙ্গেল লাইন) সাময়িকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ