Views Bangladesh Logo

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারের পর সকাল ৯টায় এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার ভোররাত ৪টার দিকে পাবনা জেলার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে দীর্ঘ ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এর ফলে ভাঙ্গুড়া স্টেশনের আশপাশের বিভিন্ন স্টেশনে একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঈশ্বরদী-ঢাকা লোকাল-৯৯, পঞ্চগড় এক্সপ্রেসসহ মোট ৬টি ট্রেন আটকা পড়ে। এতে এসব ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এরপর সকাল ৯টার দিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ট্রেন চলাচল শুরু হলে আটকে পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ