Views Bangladesh Logo

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন

য়মনসিংহের গৌরীপুরে ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে বিকল হয়ে গেছে। এতে ময়মনসিংহ-নেত্রকোণা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচল করা ওই ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। পরে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় পরিবর্তনের কাজ চলছে। ইঞ্জিন পরিবর্তন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘটনার পরপরই দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ