Views Bangladesh Logo

সিলেটে ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেটের মোগলাবাজার এলাকায় 'উদয়ন এক্সপ্রেস' নামের একটি আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে লাইনচ্যুতের ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মোগলাবাজার থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিদর্শক রোজিনা আক্তার জানান, পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম নিশ্চিত করেছেন, চট্টগ্রামগামী ট্রেনটির ইঞ্জিনসহ বেশ কয়েকটি বগি ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে পৌঁছানোর পর লাইনচ্যুত হয়। যার ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে।

তিনি আরও বলেন, ‘দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে ঘটনাস্থলের দিকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ