Views Bangladesh Logo

জয়দেবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত: উত্তরবঙ্গমুখী রেল চলাচল বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর না মিললেও শতাধিক যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ এর শেষ দিকের একটি বগি রেললাইন থেকে ছিটকে যায়। মুহূর্তের মধ্যেই ট্রেনটি থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই ট্রেনের চালক ও স্টেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে উদ্ধারকারী দলকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করেন।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। আশা করছি, খুব শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ