বন্দরে বাড়তি ফি, ট্রেইলার চলাচল বন্ধ
চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ির প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় ট্রেইলার মালিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এতে বন্দরে কনটেইনার পরিবহন কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।
১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হওয়ার পর থেকেই ব্যক্তিমালিকানাধীন ট্রেইলারগুলো বন্দর থেকে কনটেইনার পরিবহন বন্ধ করে দিয়েছে। তবে ডিপো বা অফডকের ট্রেইলারগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।
চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, এটি কোনো ধর্মঘট নয়; মাশুল বৃদ্ধির পর গাড়ি চালানো আপাতত স্থগিত রাখা হয়েছে। অতিরিক্ত ফি শ্রমিক না মালিক, কে বহন করবে সেই সিদ্ধান্ত না হওয়ায় তারা গাড়ি চালাচ্ছেন না।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বন্দরের পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে, বন্দর চেয়ারম্যান ঢাকা থেকে ফিরলে পুনরায় বৈঠক হবে।
বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, প্রাইম মুভার মালিকদের গাড়ি না চলায় কিছু এলাকায় ডিপো ট্রেইলার চলাচলেও প্রভাব পড়ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে