Views Bangladesh Logo

টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ উদ্ধার ২১

ক্সবাজারের টেকনাফের বাহারছড়ার দুর্গম পাহাড়ে যৌথ অভিযানে মানব পাচারের শিকার নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বেশ কিছু মানুষকে করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে আটক রাখা হয়েছিল। এই তথ্যের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নারী ও শিশুসহ ২১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ