Views Bangladesh Logo

রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট প্রত্যাহার

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার গৌতম কুমার বিশ্বাসের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে সার্জেন্ট আরিফুল ইসলামকে তার দায়িত্বস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গাড়িতে ওঠার সময় রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করেন মিরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট আরিফুল। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

যদিও প্রত্যাহারের আদেশে ওই ঘটনার সরাসরি উল্লেখ নেই, ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন আরিফুল দায়িত্ব পালনের স্থানে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার গৌতম কুমার বিশ্বাস বলেন, 'দায়িত্বস্থলে অনুপস্থিত থাকার কারণে তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তেজগাঁও এলাকায় ঘটেছে, সেটি নিয়েও তদন্ত হবে। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ