Views Bangladesh Logo

৩৩ ঘণ্টা পর শাহবাগে যান চলাচল স্বাভাবিক

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রায় ৩৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে শাহবাগে যানচলাচল। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগে শুক্রবার দ্বিতীয় দিনের অবরোধের জেরে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া আন্দোলনকারী ও আহত দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটে। ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে এখানে যানচলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার পরপর থেকে শাহবাগের চারপাশে যানচলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ মোড়ে এসে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আরেক পক্ষ অবরোধকারীদের জনদুর্ভোগ এড়াতে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালে, দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে অবরোধকারীদের অস্থায়ী মঞ্চ ভেঙে দেয় অবরোধের বিরোধিতাকারীরা। দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছত্রভঙ্গ করে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম। তিনি বলেন, ‘বৃহস্পতিবার থেকে জুলাইয়ে আহতদের কথা বলে একাংশ শাহবাগে অবস্থান নিয়ে ব্লকেড করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তাদেরকে আমরা নানাভাবে রাত পর্যন্ত বুঝিয়েছি কিন্তু তারা সরেনি। সন্ধ্যায় জুলাই আন্দোলনে যারা প্রকৃত জুলাই যোদ্ধা তারা এসে বলছে, তাদের মানসম্মানহানি হচ্ছে এমন দাবি করে এক পক্ষ এসে আরেক পক্ষকে ধাওয়া দেয়। পুলিশ শুধু দুই পক্ষের মধ্যে যেন কোনো ধরনের সংঘাত না ঘটে সেজন্য সচেতন থেকে কাজ করে গিয়েছে। এখন বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে জুলাই যোদ্ধা ঐক্যের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহতদের এক পক্ষ অবরোধ শুরু করে। শাহবাগ মোড়ের চারপাশে পুলিশের ব্যারিকেড দিয়ে যান চলাচল আটকে দেন অবরোধকারীরা। যার ফলে দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। অবশেষে দীর্ঘ ৩৩ ঘণ্টার পর জুলাই অভ্যুত্থানে অংশ নেয়াদের দুই পক্ষের উত্তেজনা শেষে স্বাভাবিক হয় রাজধানীর ব্যস্ততম সড়কের যানচলাচল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ