Views Bangladesh Logo

শিক্ষার্থীদের ৮০ মিনিটের বিক্ষোভের পর যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক

 VB  Desk

ভিবি ডেস্ক

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে যমুনা সেতুর পশ্চিম পাশে করা অবরোধ তুলে নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে এক ঘন্টা ২০ মিনিট পর ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হয়ে দুপুর একটা ১০ মিনিটে শিক্ষার্থীদের অবরোধ শেষ হয়।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেন সিরাজগঞ্জের শাহজাদপুরের বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। নানা স্লোগানও দেন তারা।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে কিছুদিন ধরেই রেল অবরোধ, মানববন্ধন, প্রতীকী ক্লাস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে বুধবার (১৩ আগস্ট) তারা রেলপথ অবরোধ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ