ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক
পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।
একই সঙ্গে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকেও অবরোধ তুলে নেওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সকাল থেকে অবরোধকারী দলটির নেতা-কর্মীরা পদ্মা সেতু ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। পুলিশ ও র্যাবের তৎপরতায় বেলা সাড়ে ১১টার দিকে পুরো সড়ক অবরোধ থেকে মুক্ত হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সড়ক থেকে গাছ ও আগুনের অবশিষ্টাংশ সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে